মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

তড়িঘড়ি করার কারণেই ধস

নাটোর প্রতিনিধি

তড়িঘড়ি করার কারণেই ধস

নাটোরের নলডাঙ্গায় ধসে পড়া সেতু —বাংলাদেশ প্রতিদিন

বৃষ্টির মধ্যে নিম্নমানের উপকরণ সামগ্রী এবং তড়িঘড়ি করে কাজ শেষ করার কারণেই নাটোরের নলডাঙ্গায় আত্রাই নদীর ওপর নির্মাণাধীন একটি ব্রিজের গার্ডার  ধসে পড়ে বলে এলাকাবাসী অভিযোগ করেন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা খাজুরা ইউনিয়ন পরিষদের পিছনে আত্রাই নদীর ওপর নির্মাণাধীন ব্রিজে ঢালাই করার সময় এ ঘটনা ঘটে।

গার্ডার ধসের ঘটনায়   এলজিইডির প্রকৌশলীসহ অন্তত ১৫ জন শ্রমিক আহত হয়। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ও নাটোর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর