রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

ধামরাইয়ে দেশের সর্ববৃহৎ রথযাত্রা

প্রতিদিন ডেস্ক

ধামরাইয়ে দেশের সর্ববৃহৎ রথযাত্রা

ধামরাইয়ে শ্রীশ্রী যশোমাধবের উল্টোরথ টানে ভক্তদের ভিড় —বাংলাদেশ প্রতিদিন

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে গত বুধবার বিকালে দেশের সর্ববৃহৎ ধামরাইয়ে ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া নরসিংদী, বাগেরহাট, বরিশাল ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— ধামরাই : বুধবার বিকালে মঙ্গল প্রদীপ ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলার উদ্বোধন করেন স্থানীয় এমপি এম এ মালেক। যশোমাধব মন্দির ও রথ পরিচালনা পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, ধামরাই পৌর মেয়র গোলাম কবির প্রমুখ। নরসিংদী প্রতিনিধি : গুলশান ট্র্যাজেডির আতঙ্কের ছাপ পড়েছে নরসিংদীর রথযাত্রায়। একদিকে কঠোর পুলিশি নিরাপত্তা অন্যদিকে আতঙ্ক সব মিলিয়ে রথযাত্রার উৎসব আনন্দে ভাটা পড়েছে। তাই আশানুরূপ লোকসমাগম হয়নি হিন্দু ধর্মাবলম্বীদের এই উৎসবে। নরসিংদী পৌরসভার সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পলাশ উপজেলার বরাব গুন্ডিচা মন্দিরে গিয়ে রথযাত্রা শেষ হয়। উদ্বোধন করেন নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ কামরুজ্জামান কামরুল। এ সময় পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত কুমার সাহাসহ হিন্দু কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। বাগেরহাট : বাগেরহাটে দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার বিকালে বাগেরহাট সদরের লাউপালায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মীর শওকত আলী বাদশা এমপি।  বরিশাল : বরিশালে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নগরীর বিএম কলেজ রোডের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের উদ্যোগে আয়োজিত রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য তালুকদার মোঃ ইউনুস বলেন, শুভ রথযাত্রার মধ্য দিয়ে সব অশুভ শক্তির বিদায় ঘটবে।

সর্বশেষ খবর