রবিবার, ১০ জুলাই, ২০১৬ ০০:০০ টা

মেহেন্দীগঞ্জে আওয়ামী লীগের সংঘর্ষে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের পানবাড়িয়ায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উলানিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল মোল্লা এবং বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ সরদার গ্রুপের মধ্যে গতকাল এ সংঘর্ষ হয়। নিহত ব্যক্তির নাম ফারুক সরদার। তিনি উপজেলার পূর্ব সুলতানী গ্রামের আয়নাল সরদারের ছেলে ও বর্তমান চেয়ারম্যান আলতাফের ভাতিজা। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পাঁচজনকে শেরেবাংলা মেডিকেলে এবং অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মেহেন্দীগঞ্জ থানার ওসি জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের ও জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। গোপালগঞ্জে বৃদ্ধ : গোপালগঞ্জ প্রতিনিধি জানান, মুকসুদপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে ভাতিজাদের হাতে আব্দুল ওদুদ খান নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। উপজেলার চাওচা গ্রামে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। এতে আহত অপর চারজনকে মুকসুদপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। জানা গেছে, চাওচা গ্রামের ওদুদ খানের সঙ্গে তার ভাই আবু বক্কারের জমির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল।

সর্বশেষ খবর