সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

স্কুলছাত্র হত্যায় দুই বন্ধুর মৃত্যুদণ্ড

প্রেমের চিঠি আদান প্রদান নিয়ে বিরোধ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে হত্যার দায়ে দুই বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছে রংপুরের একটি আদালত। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের নজরমামুদ এলাকার লাজু মিয়া (২৬) ও তার বন্ধু আবু রায়হান (২৭)। রায়ের সময় দুই আসামিই আদালতে হাজির ছিলেন। মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের এ আইনজীবী জানান, নজরমামুদ গ্রামের লাজু মিয়ার  ভাতিজির সঙ্গে গোপন প্রেম ছিল একই গ্রামের আবু রায়হানের। উভয়ের প্রেমের চিঠি আদান প্রদান করত একই গ্রামের বাবু মিয়ার ষষ্ঠ শ্রেণিতে পড়া ছেলে স্বপন (১২)। বিষয়টি জানার পর ক্ষিপ্ত হয়ে লাজু মিয়া ২০১১ সালের ২০ মার্চ রাতে স্বপনকে শ্বাসরোধে হত্যার পর লাশ কলাখেতে মাটি চাপা দিয়ে রাখেন। পরের দিন সকালে লাশ উদ্ধারের পর স্বপনের বাবা বাদী হয়ে লাজু মিয়া ও আবু রায়হানের বিরুদ্ধে পীরগাছা থানায় হত্যা মামলা করেন। লাজু মিয়া আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের সঙ্গে আবু রায়হান জড়িত থাকার কথাও স্বীকার করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক। একই বছরের ৩ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পীরগাছা থানার তৎকালীন উপপরিদর্শক মজিবর রহমান দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

সর্বশেষ খবর