সোমবার, ১১ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সন্দেহভাজন দুই জেএমবি আটক

পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগর পৌর এলাকার পালপাড়া থেকে শনিবার রাতে সন্দেহভাজন দুই জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে জিহাদি বই ও ককটেল তৈরির সরঞ্জাম। আটকরা হলেন— সুজানগর উপজেলার মো. সানাউল্লাহ ও সিরাজগঞ্জ উল্লাপাড়ার ওমর ফারুক। আদালতের মাধ্যমে গতকাল তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, আটকরা জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) সদস্য। জিজ্ঞাসাবাদে তারা আরও চার সহযোগীর নাম বলেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। সুজানগর থানার ওসি জানান, পৌর এলাকার পালপাড়ায় সানাউল্লাহর বোনের বাড়িতে শনিবার রাতে নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছিল ১৫/২০ জন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালাতে সক্ষম হলেও আটক হয় সানাউল্লাহ ও ওমর ফারুক।

পরে ঘটনাস্থল থেকে বেশকিছু জিহাদি বই ও ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। ওসি আরও জানান, আদালতে আটকদের বিরুদ্ধে ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। আজ এ বিষয়ে শুনানি হবে।

সর্বশেষ খবর