বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

জামায়াত-শিবির নেতাকর্মীসহ সাত জেলায় গ্রেফতার ১২৩

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত-শিবির নেতা-কর্মীসহ ১২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৯ জন জামায়াত-শিবির কর্মী রয়েছেন। একজন জেএমবি সদস্য। বাকিরা বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— সাতক্ষীরা : নাশকতার অভিযোগে সাতক্ষীরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লাবসা ইউপি চেয়ারম্যান আবদুল আলিম এবং সাতক্ষীরা পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবিকে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইল : মির্জাপুরে বিপুল জিহাদি বই, লিফলেট ও জঙ্গি সংশ্লিষ্ট কাগজপত্রসহ মা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তারা হলেন— মির্জাপুর মহিলা জামায়াতের আমির হুমায়রা বেগম ও তার ছেলে গোড়াই ইউনিয়ন শিবিরের সভাপতি নাজমুস সাকিব। দিনাজপুর : শিবিরের দিনাজপুর জেলা (উত্তর) সভাপতি আমানুল্লা সরকারসহ ৫১ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে আমানুল্লা ছাড়াও শিবিরের চার নেতা-কর্মী রয়েছেন।  তাদের কাছ থেকে ককটেল, জিহাদি বই ও সাংগঠনিক কাগজপত্র উদ্ধার কথা জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম : মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ। নোয়াখালী : কোম্পানীগঞ্জে নুর নবী নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, নুর নবী শিবির কর্মী এবং দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। এছাড়া একই দিন কোম্পানীগঞ্জ উপজেলা থেকে পৌর ছাত্রদল সভাপতি ওবায়দুল হক রাসেলকে গ্রেফতার করা হয়। রাজশাহী : বাগমারায় আবদুস সাত্তার নামে এক ব্যক্তিকে গতকাল ভোরে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ আছে দাবি করে পুলিশ জানায়, তিনি জেএমবির সেকেন্ড ইন কমান্ড ও সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের আস্থাভাজন।

সর্বশেষ খবর