বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৫

প্রতিদিন ডেস্ক

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। ময়মনসিংহে সেতুর রেলিং ভেঙে বাস নদীতে পড়ে একজনের প্রাণহানি ও আহত হয়েছেন ৩০ জন। এ ছাড়া নারায়ণগঞ্জে পুলিশ সদস্য ও বরগুনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের খবর—ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পৃথক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত ও আহত হয়েছেন নয়জন। গতকাল সকালে বাসাইল উপজেলার করাতিপাড়ায় ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে চারজন এবং করটিয়া হাটবাইপাস এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক শিশু নিহত হয়। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন— রংপুরের পীরগাছার আবদুর রহিম, গাইবান্ধার সুন্দরগঞ্জের অজিদ ও শিশু মির্জা সাদিয়া। আহতদের টাঙ্গাইল মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়মনসিংহ : ত্রিশালে ব্রিজের রেলিং ভেঙে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বানার নদীতে পড়ে একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ২টার দিকে বাসটি তীরে ওঠায়। আহতদের ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই বাসের চাপায় মহিদুল হাসান নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড়ে গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য ছিলেন। ডিউটি করতেন হাইকোর্টে। নিহতের ভাই রফিকুল জানান, ভোরে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া বরগুনার আমতলীর গাজীপুর বন্দরে সোমবার রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আর্শেদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজশাহীর পুঠিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন ১৫ যাত্রী।

সর্বশেষ খবর