বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

গুলশান হামলায় নিহতদের স্মরণে বিএনপির র‌্যালি

প্রতিদিন ডেস্ক

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত দেশি-বিদেশিদের স্মরণে সারা দেশে শোকর‌্যালি, সভা করেছে বিএনপি। বরিশাল : পৃথকভাবে বের হওয়া তিনটি শোকর‌্যালিতে বাধা দিয়েছে পুলিশ। পরে র‌্যালি না করেই সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ, মানববন্ধন করে মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। এসব কর্মসূচিতে বক্তব্য দেন— মেজবাহউদ্দিন ফরহাদ, এবায়েদুল হক চান, জিয়াউদ্দিন সিকদার জিয়াসহ অন্যরা।

রাজশাহী : শোকর‌্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে বক্তব্য দেন শফিকুল হক মিলন, নজরুল হুদা। বগুড়া : নবাববাড়ী রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে শোকসভা গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোলন ও নেতা-কর্মীরা কালোব্যাজ ধারণ করেন। নাটোর : নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিএনপির র‌্যালিতে পুলিশ বাধা দেয়। বাধার মুখে র‌্যালিটি দলীয় কার্যালয়ে ফিরে সমাবেশ করে। বক্তৃতা করেন— আমিনুল হক, রুহুল আমিন তালুকদার টগর, রহিম নেওয়াজ। শেরপুর : বিএনপি কার্যালয়ে শোকসভায় বক্তব্য দেন— আবদুর রাজ্জাক আশীষ, সাইফুল ইসলাম স্বপন, আবদুল মান্নান। মানিকগঞ্জ : র‌্যালি শেষে বাটাবাজারের সামনে সমাবেশ করে। মো. মোকছেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন— এসএ জিন্নাহ কবীর, তোজাম্মেল হক। জামালপুর : শহরের জাহেদা সফির মহিলা কলেজ গেট থেকে শোকর‌্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে দয়াময়ী চত্বরে আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, মশিউর রহমান প্রমুখ বক্তব্য দেন। এছাড়া খাগড়াছড়ি, টাঙ্গাইল, নীলফামারী, বাগেরহাট, ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরসহ বিভিন্ন জেলায় অনুরূপ কর্মসূচি পালিত হয়।

সর্বশেষ খবর