বুধবার, ১৩ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বাস কাউন্টার দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে একটি পরিবহন কাউন্টার দখল নিয়ে সোমবার রাতে ক্ষমতাসীন দলের দুই গ্রুপের গোলাগুলি হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন যুবলীগ নেতা ছোটন বিশ্বাস ও এসএম কামালসহ আরও দুজন। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ক্ষমতাসীন দলের একটি গ্রুপ রাজবাড়ী রাস্তার মোড়ে ঢাকা কাউন্টার দখল করতে যায়। এ সময় সেখানে থাকা অপর গ্রুপ বাধা দেয়। এতে উভয় গ্রুপের মাঝে প্রথমে হাতাহাতি ও পরে গোলাগুলির ঘটনা ঘটে। এক পক্ষের গুলিতে মারাত্মক আহত হন অম্বিকাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এস এম কামাল ও অম্বিকাপুর ওয়ার্ড যুবলীগ নেতা ছোটন বিশ্বাস। গুলিবিদ্ধ হয়ে দুজন স্থানীয় খালে ঝাঁপিয়ে পড়েন। পরে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে রুখে দাঁড়ালে হামলাকারীরা পালিয়ে যায়। স্বেচ্ছাসেবক লীগ নেতা কামালের পেটে এবং যুবলীগ নেতা ছোটন বিশ্বাসের গুলি লাগে মাথায়। এ ছাড়া হামলাকারীদের গুলিতে আহত হন নয়ন ও বাবলু নামের দুই ব্যক্তি। তাদের পায়ে ও ঊরুতে গুলি লাগে। মারাত্মক আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ছোটন বিশ্বাসের অবস্থা সংকটাপন্ন হওয়ায় গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে আহত কামালের গুলি অপসারণ করা হয়েছে। কামাল বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা কামালের বড়ভাই অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুদ্দুসুর রহমান জানান, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তারা আওয়ামী লীগকে ধ্বংস করতে চায়। তারা ফরিদপুর শহরকে অশান্ত করার মিশনে নেমেছে।

সর্বশেষ খবর