abcdefg
country-village || Bangladesh Pratidin

শিরোনাম
টর্নেডোয় অর্ধশতাধিক বাড়ি বিধ্বস্ত, আহত ১৫ টর্নেডোয় অর্ধশতাধিক বাড়ি বিধ্বস্ত, আহত ১৫

বরিশাল ও নোয়াখালীতে রবিবার রাত ও গতকাল টর্নেডো আঘাত হেনেছে। এতে বিধ্বস্ত হয়েছে দুই জেলার অর্ধশতাধিক ঘরবাড়ি। আহত হয়েছেন শিশুসহ ১৫ জন। তার ছিঁড়ে, খুঁটি ভেঙে বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ সংযোগ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির খবর— বরিশাল : গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পাঁচ গ্রামে আধাপাকা ও কাঁচা অর্ধশত ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় আহত হয়েছেন পাঁচজন। তারাকুপি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপর গাছ উপড়ে পড়ে যান চলাচল দেড় ঘণ্টা বন্ধ থাকে। বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি-২ গৌরনদী জোনাল অফিসের ডিজিএম ফজলুল হক জানান, রবিবার রাত ২টার দিকে উপজেলা সদরে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলেও ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে সরবরাহ করতে কিছুটা সময় লাগবে। নোয়াখালী : হাতিয়া উপজেলার জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নে টনের্ডোর আঘাতে ২০টি কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। এ সময় আহত হয়েছেন ১০ জন। গতকাল সকালে এ দুই ইউনিয়নে টনের্ডো আঘাত হানে।

সর্বশেষ খবর