রবিবার, ২৪ জুলাই, ২০১৬ ০০:০০ টা

এক পলক

জঙ্গিবিরোধী মতবিনিময় সভা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ধর্মীয় শিক্ষকদের নিয়ে প্রশাসনের সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলামের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। গোলাম দস্তগীর গাজী বলেন, শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে ইসলাম ধর্ম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টির অপচেষ্টা চলছে। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

—রূপগঞ্জ প্রতিনিধি

রাজবাড়ীতে জাসদের (আম্বিয়া-প্রধান) কমিটি

রাজবাড়ীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (আম্বিয়া-প্রধান) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার রাতে জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বপন কুমার দাসকে আহ্বায়ক করে ২৩ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন মুক্তিযোদ্ধা মোহন শেখ, নরেন্দ্রনাথ মণ্ডল, জীবন দাস, গোলাম মোস্তফা কবীর, মাহফুজ হোসেন, উজ্জল গুহ, গোলক ঘোষ, কিশোর কুমার দাস, গোবিন্দ শীল, মুক্তিযোদ্ধা মাইনউদ্দিন মণ্ডল, লিয়াকত আলী ফকির, তোফাজ্জেল হোসেন, অ্যাড. সুদীপ্ত গুহ, লক্ষণ রায়, আলমগীর হোসেন, পুলক বিশ্বাস, আজিম চৌধুরী, জয় রাহা, তনু সান্যাল, বিশ্বজিৎ দাস, তৃপ্তি দাস ও রূপালী বেগম।

আহ্বায়ক স্বপন কুমার দাস বলেন, কর্নেল তাহেরের আদর্শকে ধারণ করে তাদের রাজনীতে সামনে এগিয়ে নিয়ে যাবে।

—রাজবাড়ী প্রতিনিধি

ইজিবাইকের ধাক্কায় নিহত

নেত্রকোনা শহরের তৈরি বাজার এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় আনিসুর রহমান মোহন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শহরের কাজী রোডের নিজ বাসায় যাওয়ার পথে গতকাল এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ইজিবাইকটি আটক করে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা। পালিয়ে গেছেন চালক।

—নেত্রকোনা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর