বুধবার, ১০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

দুজনকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পুলিশ পরিচয়ে দুজনকে তুলে নেওয়ার অভিযোগ করে স্বজনরা গতকাল জেলা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলন করেছেন। প্রথম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার কেশবপুর গ্রামের নিখোঁজ আনিচুর রহমানের ভাই আব্দুল মান্নান। তিনি বলেন, ‘আমার ছোট ভাই আনিচুর পেশায় ধান ব্যবসায়ী ও বিএনপির কর্মী। গত ৩০ জুলাই রাত ১২টার দিকে বাড়ি থেকে তিনজন সাদা পোশাকধারী প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ।’ থানায় যোগাযোগ করা হলে তারা এ নামের কাউকে আটক বা গ্রেফতার করেনি বলে জানান। এমনকি তাদের জিডি গ্রহণ করেননি। দুপুর ১২টার দিকে আরেকটি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুরের নিখোঁজ ইদ্রিস আলীর স্ত্রী মোছা বেগম অভিযোগ করেন, ‘আমার স্বামী রঘুনাথপুর হোসেন আলী আলিম মাদ্রাসার শিক্ষক, মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার এবং শৈলকুপা উপজেলার মহিষাগাড়ি জামে মসজিদের ইমাম। গত ৪ আগস্ট রাত ৮টার দিকে শৈলকুপার রামচন্দ্রপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে ৩-৪ জন সাদা পোশাকের পিস্তল ও ওয়ারলেসধারী তাকে তুলে নেয়। এ ব্যাপারে শৈলকুপা থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তা গ্রহণ করেননি।’ উভয় পরিবারই নিখোঁজদের আদালতে পাঠানোর জন্য অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে দুটি পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর