বুধবার, ১০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

‘ভূমি কমিশন দিয়ে বিরোধ নিষ্পত্তি সম্ভব’

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রস্তাবনা অনুসারে সংশোধিত ভূমি কমিশন দ্বারা সব বিরোধ নিষ্পত্তি করা সম্ভব বলে মন্তব্য করেছেন রাঙামাটি চাকমা সার্কেল চিফ (রাজা) ব্যারিস্টার দেবাশীষ রায়। তিনি বলেন, এ কমিশনের মাধ্যমে পাহাড়ের দীর্ঘ বছরের ভূমি সমস্যা সমাধান হবে। তবে একটি সম্প্রাদয় বলছে— এ কমিশন দ্বারা বাঙালিরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের তুলনায় তাদের বৈষম্য করা হবে— এটা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি পার্বত্যাঞ্চলে  সব জাতিগোষ্ঠীর স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে ভূমি কমিশনকে সহযোগিতা করার আহবান জানান। মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি পৌরসভা চত্বরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে রাজা দেবাশীষ রায় এসব কথা বলেন। এ আগে সামবেশ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার। প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব দেন বিজয় কেতন চাকমা, উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, অ্যাডভোকেট সুস্মিতা চাকমা প্রমুখ।

সর্বশেষ খবর