বুধবার, ১০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ধামরাইয়ে মিড ডে মিল চালু

ধামরাই প্রতিনিধি

কোনো দরিদ্র শিশু শিক্ষার্থীই  দুপুরের খাবারের জন্য দুর্বল ও ক্ষুধায় কষ্ট পেয়ে ঝরে যাবে না। লেখাপড়ার মনোবল হারাবে না। এমন প্রত্যয় নিয়েই ঢাকার ধামরাইয়ের সবচেয়ে গরিব এলাকা পাল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হয়। এ প্রকল্প চালুর পর শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ নিয়ে স্কুলে আসছে। এতে বাড়ছে ওই স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যাও। ওই স্কুলের প্রধান শিক্ষিকা আফরোজা সুলতানা জানান, এ বিদ্যালয়ে ২১০ শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থীই দরিদ্র। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলাম জানান, পর্যাক্রমে ধামরাইয়ের প্রতিটি ইউনিয়নেই এ কার্যক্রম চালু করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর