শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রতিদিন ডেস্ক

গতকাল ও বৃহস্পতিবার রাতে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।  নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর—

টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গতকাল ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ ট্রাক ও তার চালককে আটক করেছে। সাতক্ষীরা : শ্যামনগরের খানপুর মোড়ে ঢালাই মেশিন উল্টে আবু রায়হান নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তিনি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ভালুকা : ময়মনসিংহের ভালুকায় মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে শ্যামলী বাংলা পরিবহনের যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী (২৫) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। শুক্রবার দুপুরে উপজেলার কনজিউমার নিটেক্স মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় মুনির হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে হাটকড়ই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও কাহালুর বনভিকী গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহত হয়েছে ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র টগর হোসেন (১৪) ও অষ্টম শ্রেণির ছাত্র তন্ময় কুমার (১৩)। নওগাঁ : নওগাঁ শহরের বাইপাস সড়কের বোয়ালিয়া বটতলী মোড়ে বৃহস্পতিবার রাতে ট্রাকের নিচে চাপা পড়ে আবদুল লতিফ (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আড়াইহাজার : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় জোহরা খাতুন (৭০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজলোর আড়াইহাজার-উচিত্পুরা সড়কের জোগারদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর