বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘পিস রেট শ্রমিক’ নিয়োগে লাখো টাকার বাণিজ্য

জামালপুর প্রতিনিধি

কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া আর যাচাই-বাছাই ছাড়াই সিবিএ নেতাদের চাপে জামালপুর পিডিবির বিতরণ বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে ৬১ জন মিটার রিডার ও বিল বিতরণকারী। ‘পিস রেট শ্রমিক’ নামে এই মিটার রিডার ও বিল বিতরণকারী নিয়োগে জেলা পিডিবির সিবিএ নেতাদের বিরুদ্ধে ৫০ লাখ টাকার বেশি বাণিজ্যের অভিযোগ উঠেছে। পিডিবি জামালপুর বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম ইকবাল নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করার বিষয়টি স্বীকার করে বলেন, এটা সম্পূর্ণ মাসিকভিত্তিক অস্থায়ী নিয়োগ। দুই সিবিএর সভাপতি ও সম্পাদক বসে তালিকা করেছেন। সেই তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। যাদের তালিকা দেওয়া হয়েছে কাজ করতে না পারলে পরবর্তী মাসে তাদের বাদ দেওয়ার সুযোগ আছে। এ ব্যাপারে সিবিএ জহির গ্রুপের আহ্বায়ক বজলুর রশিদ বলেন, ‘আমরা দু-চারজনের জন্য সুপারিশ করেছি। এ ছাড়া আওয়ামী লীগ, যুবলীগ নেতারাও কিছু সুপারিশ করেছেন। আমরা কোনো তালিকা দেইনি।’ সিবিএ আলাউদ্দিন গ্রুপের সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, ‘পিস রেট শ্রমিক’ নিয়োগে আমরা কোনো তালিকা দেইনি এবং টাকাও নেইনি। জানা যায়, গ্রাহকের মিটারের রিডিং গ্রহণ ও বিল বিতরণের জন্য সারা দেশে ‘পিস রেট শ্রমিক’ নিয়োগের সিদ্ধান্ত হয় পিডিবি বোর্ডসভায়। সিদ্ধান্ত অনুযায়ী গত ২৩ আগস্ট জামালপুর পিডিবির প্রায় ৩৭ হাজার গ্রাহকের মিটার রিডিং ও বিল বিতরণের জন্য ৬১ জন অস্থায়ী ‘পিস রেট শ্রমিক’ নিয়োগ দেয়। এসব শ্রমিককে প্রতি মাসে ২৬ দিনের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলেও সন্তোষজনক কাজের ভিত্তিতে পরবর্তী প্রতি মাসে তাদের মেয়াদ বাড়ানো হবে। কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে কোনো নিয়মনীতি মানা হয়নি। ‘পিস রেট শ্রমিক’ নামে মিটার রিডার নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়নি। আবেদনপত্র চেয়ে দেওয়া হয়নি কোনো নোটিস। নিয়োগপ্রাপ্তদের সাক্ষাৎকার পর্যন্ত নেওয়া হয়নি। কোনো রকম প্রক্রিয়া অনুসরণ না করে ৬১ জন ‘পিস রেট শ্রমিক’ নিয়োগ দেওয়া হয়েছে কেবল সিবিএ নেতাদের চাপে। জানা গেছে, জামালপুরে পিডিবির সিবিএর দুটি কমিটি সক্রিয়। এই দুই কমিটির সভাপতি ও সম্পাদক মিলে তালিকা করে তাদের নিয়োগে বাধ্য করেছেন। অস্থায়ী চাকরি হলেও মাসিক নিযুক্তি নিয়মিত করা হবে এমন লোভ দেখিয়ে জনপ্রতি পিস রেট কর্মী নিয়োগে সিবিএ নেতারা নিয়েছেন ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা।

সর্বশেষ খবর