বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বগুড়া ময়মনসিংহে হত্যা মামলায় দুজনের ফাঁসি

প্রতিদিন ডেস্ক

বগুড়া ও ময়মনসিংহে দুটি হত্যা মামলায় দুজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির খবর—

বগুড়া : স্কুলছাত্র শাহরিয়ার নাফিজ ওরফে সিয়ামকে (৭) অপহরণ, মুক্তিপণ দাবি ও হত্যার দায়ে আল আমিন ওরফে সোহাগ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বগুড়া জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক হাফিজুর রহমান গতকাল এ রায় ঘোষণা করেন। নিহত সিয়াম বগুড়া সদরের সিএনজি অটোরিকশা চালক বেল্লাল রহমানের ছেলে। দণ্ডপ্রাপ্ত সোহাগের বাড়ি জেলা সদরের পুরান বগুড়ায়।

ময়মনসিংহ : স্ত্রী হত্যায় ফখরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। গতকাল বিচারক আমির উদ্দিন এ রায় দেন। জানা যায়, সদর উপজেলার ফকিরাকান্দার ফখরুল ২০১২ সালের ২৬ মার্চ প্রথম স্ত্রী শিরিনাজ বেগমকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় শিরিনাজের ভাই রুহুল আমিন হত্যামামলা করেন। এর আগে ফখরুল তার দ্বিতীয় স্ত্রী কানিজ ওরফে তানিয়াকে খুন করেছিল। ওই মামলায় ২০০২ সালে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। ১০ বছর সাজাভোগের পর ২০১২ সালে হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।

সর্বশেষ খবর