শিরোনাম
বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নকল ওঠানো নিয়ে দ্বন্দ্ব, শরীয়তপুরে বিচারিক কাজ বন্ধ

শরীয়তপুর প্রতিনিধি

নকল উঠানোকে কেন্দ্র করে মুখ্য বিচারিক হাকিমের সঙ্গে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে বন্ধ হয়ে গেছে শরীয়তপুরের সব ধরনের বিচারিক কার্যক্রম। মুখ্য বিচারিক হাকিমের প্রত্যাহার দাবিতে অনির্দিষ্টকালের জন্য তার আদালত বর্জনের ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি। বিচারক ও কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে জেলা জজশিপ ও ম্যাজিস্ট্রেসির কর্মকর্তা-কর্মচারীরা। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রত্যাশীরা। জানা যায়, আইনজীবীরা আগে বিভিন্ন মামলার নকল আদালত থেকে গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে উঠাতে পারতেন। সম্প্রতি নকল আবেদনের ক্রম অনুযায়ী দেওয়ার নির্দেশ দেন বিচারক। ফলে গুরুত্বপূর্ণ মামলার নকল তুলতে গিয়ে ভোগান্তিতে পড়েন আইনজীবীরা।

সর্বশেষ খবর