শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক ঘণ্টায় আড়াই লাখ চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

এক ঘণ্টায় আড়াই লাখ চারা রোপণ

রংপুরের তারাগঞ্জে সড়কের পাশে চারা রোপণ করছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ —বাংলাদেশ প্রতিদিন

এক ঘণ্টায় আড়াই লাখ গাছের চারা রোপণ করেছেন রংপুরের তারাগঞ্জ উপজেলাবাসী। সবুজ তারাগঞ্জ গড়ার লক্ষ্যে গতকাল সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত উপজেলার ৪৬০ কিলোমিটার এলাকাজুড়ে ১৫৩টি সড়কের ধারে আড়াই লাখ গাছের চারা লাগানো হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৪০ হাজার মানুষ চারা রোপণ উৎসবে অংশ নেন। আম, জাম, কাঁঠাল, আমলকী, পেয়ারা, মেহগনি, বকুল, বাগানবিলাস, রাধাচূড়া, কৃষ্ণচূড়াসহ ৪০ প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। জানা গেছে, উপজেলা প্রশাসনের উদ্যোগে আড়াই লাখ গাছের চারা সরবরাহ করা হয়। চারা লাগানোর কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য তিন দিন ধরে পুরো উপজেলায় মাইকিং করা হয়। গতকাল ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত প্রতি মসজিদ থেকে মাইকিং করে ৬টার মধ্যে গাছ লাগানোর জন্য রাস্তায় যাওয়ার অনুরোধ জানানো হয়। এ কাজে নিরাপত্তার জন্য পুলিশ ও আনসার বাহিনীকে রাস্তায় মোতায়েন করা হয়। এ সময় চিকিৎসকের চারটি দলও এলাকাজুড়ে ঘুরে বেড়ায়। গাছ লাগানো কার্যক্রমে প্রতি ৫০ জন শিক্ষার্থীর জন্য একজন করে তত্ত্বাবধায়ক রাখা হয়। তত্ত্বাবধায়কদের কাছে ছিল বাঁশি ও ড্রাম। ঘড়ির কাঁটা ৭টায় পৌঁছামাত্র তত্ত্বাবধায়করা বাঁশিতে ফুঁ দিয়ে ড্রাম বাজালে গর্ত খুঁড়ে চারা রোপণের কাজ শুরু করা হয়। ৮টা বাজার সঙ্গে সঙ্গে তত্ত্বাবধায়করা বাঁশিতে ফুঁ দিয়ে ড্রাম বাজালে চারা রোপণের কাজ বন্ধ করা হয়।

সর্বশেষ খবর