শিরোনাম
শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

আমতলী ও কলাপাড়াকে জেলা ঘোষণার দাবি

প্রতিদিন ডেস্ক

বরগুনার আমতলী ও পটুয়াখালীর কলাপাড়াকে জেলায় রূপান্তর করার দাবি জানিয়েছেন দুই এলাকার বাসিন্দারা। এর মধ্যে আমতলীতে পাঁচ কিলোমিটারজুড়ে মানববন্ধন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর— বরগুনার আমতলী উপজেলাকে জেলায় রুপান্তর করার দাবিতে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন থেকে ছুরিকাটা পর্যন্ত ৫ কিলোমিটার দীর্ঘ  মানববন্ধন ও সমাবেশ করেছে আমতলী উপজেলাবাসী। আমতলী জেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল কর্মসূচি পালন করা হয়। এতে আমতলী উপজেলার সাতটি ইউনিয়নের সাধারণ মানুষ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন, পৌর মেয়র মতিয়ার রহমান, গোলাম সরোয়ার ফোরকান, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম ও নুরুল হক প্রমুখ। এদিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে কলাপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

সর্বশেষ খবর