শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

জালকুড়ি স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজ গতকাল বৃহস্পতিবার বিকালে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমান বলেন, মানুষ হলে চলবে না, লেখাপড়া করে ভালো মানুষ হতে হবে। মানুষের ভালোবাসা অর্জন করতে হলে গরিব মানুষকে ভালোবাসতে হবে। আর ভালো মানুষ হতে হলে শিক্ষার্থীদের অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে। পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং জালকুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বদু, সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফত উল্লাহ, নারী কাউন্সিলর রেহেনা পারভীন, আনোয়ার মাস্টার, অধ্যক্ষ মিজানুর রহমান, মজিবুর রহমান প্রধান, রেজাউল করিম কুদরত, জাকির হোসেন, সিরাজুল ইসলাম প্রমুখ। —সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

সখীপুরে নারী খুন

টাঙ্গাইলের সখীপুরে সখিনা (৫০) নামে এক নারী খুন হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার মাছিয়া বানিয়ারছিট গ্রামে এ ঘটনা ঘটেছে। মানসিক ভারসাম্যহীন মেয়ের জামাই সুজনের লাঠির আঘাতে ওই নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। —সখীপুর প্রতিনিধি

নতুন দুই গ্রামে বিদ্যুৎ

পল্লী বিদ্যুতায়নের আওতাভুক্ত হলো লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর ও সৈয়দপুর গ্রামের ১৬৪ জন গ্রাহক। গতকাল বিকালে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম শাহাজাহান কামাল। উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক শামছুল ইসলাম। —লক্ষ্মীপুর প্রতিনিধি

নারী শ্রমিকদের অধিকার বিষয়ক কর্মশালা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণ খাতে নারী শ্রমিকদের অধিকার ও ক্ষমতায়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় গতকাল দিনব্যাপী সিদ্ধিরগঞ্জের হাজী ইব্রাহীম খলিল শপিং কমপ্লেক্সস্থ তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে এ কর্মশালার আয়োজন করে নারায়ণগঞ্জ সদর উপজেলা শ্রমজীবী নির্মাণ শ্রমিক ইউনিয়ন। নারায়ণগঞ্জ সদর উপজেলা শ্রমজীবী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শামীম আরা লাভলির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর জাতীয় প্রকল্প সমন্বয়কারী হারুনুর রশীদ।—সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

আড়াইহাজার পৌরসভার বাজেট

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আড়াইহাজার পৌরসভার মেয়র হাবিবুর রহমান গতকাল বাজেট ঘোষণা করেন। এটি আড়াইহাজার পৌরসভার চতুর্থ বাজেট। এ সময় উপস্থিত ছিলেন, মো. মেহের আলী মোল্লা, হারুন অর রশিদ, প্যানেল মেয়র-১ মো. বশির উল্লাহ, প্যানেল মেয়র-২ লিটন সাহা প্রমুখ।

—আড়াইহাজার প্রতিনিধি

জঙ্গিবিরোধী সেমিনার

জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে সুশীল সমাজ, ইমাম ও আলেম সমাজের ভূমিকা শীর্ষক এক সেমিনার ঢাকা পূর্বাঞ্চল প্রেসক্লাবের উদ্যোগে গতকাল দুপুরে রূপগঞ্জ সীমান্তবর্তী ডেমরার কোনাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি সারোয়ার আরিফউদ্দিনের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা। উপস্থিত ছিলেন ওয়ারী জোনের এসি এসএম আজাদ, মশিউর রহমান মোল্লা সজল, অধ্যক্ষ ডক্টর মাহবুবুর রহমান মোল্লা, ডেমরা থানার ওসি এসএম কাউসার আহমেদ প্রমুখ।

—রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর