রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘ময়মনসিংহ ক্লিন’ অভিযান শুরু

ময়মনসিংহ প্রতিনিধি

‘পরিচ্ছন্ন বাংলাদেশ স্বপ্ন’র ব্যানারে ঢাকা ক্লিন-এর আদলে ময়লা আবর্জনামুক্ত ময়মনসিংহ গড়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘ময়মনসিংহ ক্লিন’ অভিযান। গতকাল বিকালে নগরীর টাউন হল থেকে জিলা স্কুল মোড় পর্যন্ত চলে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এর আগে টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মোতালেব লালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. জহিরুল হক খোকা। আরো উপস্থিত ছিলেন— নজরুল ইসলাম চুন্নু, শিব্বির আহমেদ লিটন, শাহাদাৎ হোসেন খান হিলু, মতিউর রহমান ফয়সাল প্রমুখ।

জেলা পরিষদের প্রশাসক অ্যাড. জহিরুল হক খোকা বলেন, ঢাকা থেকে যে ক্লিন সিটি গড়ার প্রয়াস শুরু হয়েছে এতে করে আমরা একটি পরিচ্ছন্ন বাংলাদেশ পাব। পরিচ্ছন্ন ময়মনসিংহ পাব। তবে এ কার্যক্রমকে আন্দোলনে রূপ দিতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় এ অভিযান চালাতে হবে। ময়মনসিংহ ক্লিনের সমন্বয়ক মতিউর রহমান ফয়সাল বলেন, এখন থেকে সপ্তাহে একদিন করে এ অভিযান চলবে।

সর্বশেষ খবর