শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

১৭ জেলায় চার দিনে ৩৩ জন নিহত

সড়ক দুর্ঘটনা

প্রতিদিন ডেস্ক

১৭ জেলায় চার দিনে ৩৩ জন নিহত

সড়ক দুর্ঘটনায় ১৭ জেলায় ৩৩ জন নিহত হয়েছেন। গত সোমবার থেকে গতকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দিনাজপুরে পাঁচ, রংপুরে চার, চট্টগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জে তিনজন করে এবং গাইবান্ধা, টাঙ্গাইল ও ময়মনসিংহের ভালুকায় রয়েছেন দুজন করে। এছাড়া একজন করে মারা গেছেন বরিশাল, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, কুষ্টিয়া, লালমনিরহাট, মেহেরপুর, কুমিল্লা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— দিনাজপুর : সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নারী ও শিশুসহ চারজন নিহত ও আহত হয়েছেন ৪০ জন। দিনাজপুর-রংপুর মহাসড়কে বুধবার দুর্ঘটনাটি ঘটে। আহতদের ৩১ জনকে দিনাজপুর মেডিকেল ও দুজনকে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন— দিনাজপুর শহরের ফকিরপাড়ার ফারজানা ও নতুনপাড়ার সায়েম। অপর দুজনের নাম-পরিচয় জানা যায়নি। এছাড়া সোমবার বীরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সাব্বির নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি বীরগঞ্জের পূর্ব ধুলাউড়ি গ্রামে। রংপুর : ধাপেরহাটে রংপুর-দিনাজপুর মহাসড়কে সোমবার বাস খাদে পড়ে চারজনের প্রাণহানি ঘটেছে। নিহতরা হলেন— দিনাজপুর সদর উপজেলার মোস্তফা, দুখু মিয়া, বীরগঞ্জ উপজেলার আজাহার ও আলামিন।  ঘটনায় আহত হয়েছেন ২০ জন। এদের মধ্যে ১০ জন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন। অপরদিকে মঙ্গলবার সকালে পাগলাপীর এলাকায় বাস ও নসিমনের সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন। চট্টগ্রাম : চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গল ও বুধবার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিল, নেত্রকোনা কমলাকান্দার পলিমা গাঢ় ও পটুয়াখালীর সমলাল চন্দ্র। সিরাজগঞ্জ : সলঙ্গায় থানার কুমাজপুরে মঙ্গলবার বাসচাপায় শাহজামাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকালে পাবনা থেকে সিরাজগঞ্জে আসার পথে উল্লাপাড়া রেল স্টেশনের কাছে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছেন পুলিশ কনস্টেবল মুছা। এছাড়া, সোমবার বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কে দুটি বাসের সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছেন চারজন। নিহতের পরিচয় জানা যায়নি। ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বড় খোঁচাবাড়ীতে বুধবার দুপুরে পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তারা হলেন— রমজান আলী, গাফফার ও রোজিনা আক্তার। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী একটি বাস পিকআপ ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। গাইবান্ধা : পলাশবাড়ি উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুখু মিয়া ও মোর্শেদা বেগম নামে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও ১৭ জন। দুখু ফুলছড়ি উপজেলার আহম্মেদ আলীর ছেলে ও মোর্শেদা সদর উপজেলার খামারপাড়ার রুবেল মিয়ার স্ত্রী। টাঙ্গাইল : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর হতেয়া নামক স্থানে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার ভোরে। পুলিশ জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস ও ট্রাক ওভারটেকিং করার সময় সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সামনের ডান দিক দুমড়েমুচরে যায়। ঘটনাস্থলেই মারা যান ট্রাকের চালক ও হেলপার। ভালুকা : ময়মনসিংহের ভালুকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে লেগে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার মেহেরাবাড়ী নামক স্থানে। নিহতরা হলেন— হোসেন শহীদ ও আলী। হতাহত সবাই ঢাকা বায়তুল মোকাররম এলাকার ব্যবসায়ী। বরিশাল : নগরীর রূপাতলী কাঁঠালতলা এলাকায় বাসচাপায় রিয়াজ তালুকদার নামে এক অটোচালক নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিয়াজ বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের হেমায়েত তালুকদারের ছেলে। বগুড়া : বগুড়া-সারিয়াকান্দি সড়কের সাবগ্রামে ভটভটি উল্টে এক নারী নিহত ও আহত হয়েছেন ১০ জন। বুধবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বুলবুলি। তিনি গাবতলী উপজেলার দূর্গাহাটার আশরাফ আলীর স্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পুখুরিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফরহাদ হোসেন নামে এক কলেজছাত্রের প্রাণহানি ঘটেছে। ফরহাদ শিবগঞ্জ উপজেলার লছমনপুরের শহীদুল্লাহর ছেলে ও রাজশাহী ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। ঝিনাইদহ : শৈলকুপা উপজেলায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম নামে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। তিনি নড়াইল জেলা গোয়েন্দার (ডিবি) এসআই ও কুষ্টিয়ার কুমারখালী থানার বহুলবাড়ি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। অপরদিকে গতকাল সকালে ঝিনাইদহ শহরে পুলিশের টহল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়া : সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক ওবাইদুর রহমান নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার বারখাদা ত্রিমোহনী এলাকায়। নিহত ওবাইদুরের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে। লালমনিরহাট : আদিতমারি উপজেলার ভেলাবাড়ি এলাকায় ট্রাকচাপায় বিল্লাল নামে এক শিশু নিহত হয়েছে। বিল্লাল ওই এলাকার আরেফিন আলীর ছেলে।  মেহেরপুর : মেহেরপুর-কুষ্টিয়া সড়কের মদনাডাঙ্গাতে গতকাল বাসের ধাক্কায় শ্যালোইঞ্জিন চালিত আলমসাধু চালক মোস্তফা আলীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আলমসাধুর ১৫ যাত্রী। নিহত মোস্তফা আলী গাংনী উপজেলার পীরতলা গ্রামের নুর বকসের ছেলে। কুমিল্লা : লেগুনার ধাক্কায় তারেক ইসলাম নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় বুধবার এ দুর্ঘটনা ঘটে। তারেক চান্দিনার মহারং গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। রূপগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে লেগুনাচাপায় ইউনুছ আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার উপজেলার রূপসী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে। ইউনুছ সোনারগাঁ উপজেলার খিদিরপুরের আবদুল আলীর ছেলে।

সর্বশেষ খবর