শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

কুড়িগ্রামে হুমকিতে বন্যানিয়ন্ত্রণ বাঁধ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে হুমকিতে বন্যানিয়ন্ত্রণ বাঁধ

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর ভাঙনের কারণে বিদ্যানন্দ ইউনিয়নের তৈয়বখাঁ গ্রামের মানুষ তাদের বসতভিটা সরিয়ে নিচ্ছেন —বাংলাদেশ প্রতিদিন

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার নদীভাঙন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে নদীর তীব্র ভাঙনে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে বিদ্যানন্দ বাজারসহ তৈয়বখা, চতুরা, রতি, হংশধর, মন্দির ও পাড়ামৌলা গ্রামের শতাধিক পরিবারের বসত বাড়ি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সেই সঙ্গে ডাংরারহাট ও পাড়ামৌলা গ্রামের সহস্রাধিক পরিবারের ঈদ-উৎসব তিস্তার সঙ্গে বিলীন হয়ে গেছে। চরম উত্কণ্ঠায় দিন কাটছে তাদের। অনেকে বাড়ি-ঘর অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বন্যানিয়ন্ত্রণ বাঁধ মেরামতের কাজে ব্যাপক অনিয়মের কারণে ব্লক, বালুর বস্তা, কার্পেটিং ধসে নদীতে বিলীন হয়ে যাওয়ায় বাঁধটি হুমকির মুখে রয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানটি দাবি করে, আগামী তিন বছর এ কাজ তাদের পর্যবেক্ষণে থাকবে এবং বন্যায় যেটুকু ক্ষতি হবে তা মেরামত করে দেওয়া হবে। এরই মধ্যে এ কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। বাঁধ মেরামতের কাজে অনিয়মের কোনো তথ্য-প্রমাণ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর খুব দ্রুত বাঁধ মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর