শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু

কুমিল্লায় মা ও নবজাতকের মৃত্যুতে স্বজনদের আহাজারি —বাংলাদেশ প্রতিদিন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গৌরীপুর খিদমা হাসপাতালে। গতকাল পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  নিহত গৃহবধূ শাহিনা আক্তার (৩২) দাউদকান্দির দক্ষিণ সতানন্দী গ্রামের প্রবাসী সেলিম মিয়ার স্ত্রী এবং তার নবজাতক কন্যাশিশু। পুলিশ ও স্বজনরা জানান, বুধবার রাতে শাহিনা আক্তারকে অপারেশনের মাধ্যমে নবজাতক ভূমিষ্ঠ করার জন্য গৌরীপুর বাজারের খিদমা হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ ১২ হাজার টাকায় অপারেশনের জন্য চুক্তিবদ্ধ হয়। ঈদের ছুটির কারণে ডাক্তার না থাকায় একজন নার্স ও ডাক্তারের সহকারীর মাধ্যমে অপারেশন করা হয়। এতে নবজাতকের মৃত্যু হয় এবং শাহিনার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় দুজনকে ঢাকায় পাঠানো হয়। পথে গৃহবধূ শাহিনা আক্তার মারা যান। নিহতের মা ফয়জুন্নেছা মেয়ে ও শিশু নাতনিকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘আমরা হাসপাতালের মালিককে বলেছিলাম ভালো ডাক্তার দিয়ে আমার মেয়ের অপারেশন করতে। একজন নার্স আর হাতুড়ে ডাক্তার দিয়ে অপারেশন করে আমার মেয়ে ও নাতনিকে মারছে। এখন আমার ছোট নাতিটার কী হবে।’ হাসপাতালের মালিক দেওয়ান মো. সাইফুল ইসলাম বলেন, আমি ঢাকায় চিকিৎসাধীন আছি। হাসপাতালে এলে বলতে পারব কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর