শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

নৌকাবাইচে মুখরিত কালীগঙ্গা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্য নৌকাবাইচ। বৃহস্পতিবার  সদর উপজেলার বালিরটেক এলাকায় কালীগঙ্গা নদীতে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।   নৌকা বাইচ দেখতে নদীর উভয় কূলে ভিড় করেন নারী, শিশুসহ সব বয়সের লোকজন। অনেকে আবার বিভিন্ন ধরনের নৌকায় চরে নৌকা বাইচ উপভোগ করেছেন। রোকেয়া বেগম বলেন আমার বিয়ে হয়েছে নবাবগঞ্জ জেলায়। নৌকাবাইচ দেখার জন্য এসেছি্। প্রায় ছয় বছর পর বাবার বাড়িতে এলাম। ইলা দেবনাথ বলেন আমার বিয়ে হয়েছে ১৭ বছর। আমি ঢাকায় থাকি। মেয়েদের অনুরোধে নৌকাবাইচ দেখতে এসেছি।  এতো সুন্দর প্রতিযোগিতা আগে কখনো দেখিনি। ইলা দেবনাথের তিন কন্যা পুজা, স্বর্ণালী, রুপালী জানায় এখন থেকে প্রতিবছর নৌকাবাইচ দেখতে নানা বাড়িতে আসবে। ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ এবং  বালিরটেক বাজার সমিতি আয়োজিত নৌকাবাইচে  উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন,সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন,  উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইসরাফিল হোসেন, হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মনির হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন ভারারিয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান আব্দুল কাদের।

সর্বশেষ খবর