মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভাইয়ের বিস্ফোরক মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা রেজাউল ইসলাম ওরফে দীন মোহাম্মদ ওরফে দেলুর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছেন আপন ভাই নূর মোহাম্মদ। বাদী জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দুই ভাই একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে নৌকা প্রতীক নিয়ে ওই নির্বাচনে জয়ী হন দেলু। বাঘারপাড়া থানায় রবিবার করা মামলায় নূর মোহাম্মদ অভিযোগ করেন, তার ভাই ইউপি চেয়ারম্যান দেলু পাটোয়ারীর নেতৃত্বে ২০/২৫ জন গত শনিবার জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, আসবাবপত্রের ক্ষতিসাধন, সাইনবোর্ডসহ বেশকিছু ব্যানার নিয়ে যায়। খবর পেয়ে ভাঙচুরকারীদের ধাওয়া দিলে তারা দুইটি বোমার বিস্ফোরণ ঘটায় ও প্রাণনাশের হুমকি দেয়। এজাহারে আরও উল্লেখ করেন, ওই ঘটনার পর আওয়ামী লীগ অফিসে গিয়ে তিনি দেখতে পান স্ট্যান্ড ফ্যান, মাইক সেট, স্টিলের চেয়ারসহ বেশকিছু আসবাবপত্র খোয়া গেছে। অফিসের সামনে দেলু পাটোয়ারী তার ব্যক্তিগত সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন।

সর্বশেষ খবর