শিরোনাম
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল কাস্টম অফিসার কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি, লাইসেন্স বাতিলসহ ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে গতকাল আধাবেলা কর্মবিরতি পালন ও বিক্ষোভ-সমাবেশ করেছে সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন। কর্মবিরতির কারণে এ দিন সকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোল কাস্টমসে আমদানি পণ্য খালাশে কোনো বিল অব এন্ট্রি দাখিল করা হয়নি। এ ছাড়া আন্দোলনকারীরা বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেন। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সম্পাদক নাসির উদ্দিন জানান, হয়রানি বন্ধ ও ‘মিথ্যা’ মমলা প্রত্যাহারসহ তিন দফা দাবি না মানলে কাল বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ও রবিবার সকাল-সন্ধ্যা কর্মবিরতি পালনের ডাক দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর