মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

দুই হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভার প্রতিনিধি

ঢাকার সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকায় দুই হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দুই ইঞ্চি ১৮ ফিট কয়েকশ’ পাইপ উদ্ধার করা হয়। মূল সংযোগ বিছিন্ন করে ব্যবহার করা রাইজারগুলোও খুলে নেওয়া হয়।

অভিযানে সাভার তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে প্রায় ৪০জন শ্রমিকের একটি টিম অংশ নেন। এছাড়া যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো। এলাকাবাসী জানান— কয়েক মাস আগে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় ৪০ থেকে ৩০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেন এক প্রবাভশালী।  প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান— আশুলিয়ার  কাঠগড়া, দুর্গাপুর, দোশাইদ, বেলমা, আউকপাড়া বস্তি, চানগাঁও, রুস্তমপুর, শ্রীখন্ডীয়াসহ ১০৬টি গ্রামে দেওয়া অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিছিন্ন করা হবে। অবৈধ গ্যাস সংযোগকারীর বিরুদ্ধে থানায় মামলা করা হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস কোম্পানীর উপ-ব্যবস্থাপক প্রকৌশলী আতিকুল ইসলাম, মাহামুদ হাসানসহ আরো অনেকে।

সর্বশেষ খবর