শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

চার তরুণী নিখোঁজ আতঙ্কে পরিবার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে চার তরুণী নিখোঁজ হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গতকাল তিন কিশোরীর অভিভাবক বাঞ্ছারামপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। থানা সূত্রে জানা গেছে, নিখোঁজ হওয়া তরুণীদের মধ্যে রয়েছে উপজেলার সোনারামপুর গ্রামের শহিদ মিয়ার মেয়ে খাদিজা আক্তার (১৩), পাহাড়িয়াকান্দি গ্রামের আবু কালামের মেয়ে হাসি আক্তার (১৫) ও দড়িগাওয়ের বাহরাইন প্রবাসী কাজী বিল্লাল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (২৫)। এলাকাবাসীর ধারণা, তরুণীরা প্রেমের টানে ঘর থেকে বেড়িয়ে গেছেন। তবে নিখোঁজ হওয়া তরুণীদের পরিবারে চলছে চরম উদ্বেগ-উৎকণ্ঠা। নিখোঁজ খাদিজা আক্তারের বাবা শহিদ মিয়া বলেন, ‘গত ১৭ সেপ্টেম্বর মধ্য রাতে সপ্তম শ্রেণিপড়ুয়া খাদিজা কোথায় চলে গেল এখনো জানি না। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি এবং থানায় জিডি করেছি।’ হাসি আক্তারের মা জোহরা খাতুন বলেন, ‘গত ১৫ সেপ্টেম্বর থেকে আমার মেয়ে নিখোঁজ। গতকাল থানায় জিডি করেছি।’ বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব জানান, চার মেয়ের মধ্যে তিন মেয়ের অভিভাবক জিডি করেছেন। আরেকজন অভিভাবক জিডি করতে এসেছিলেন। তাকে মেয়ের ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আসতে বলেছি। আমার ধারণা হয়তোবা ওরা প্রেমঘটিত কারণে বাড়ি থেকে চলে গেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সর্বশেষ খবর