বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জেএমবি সন্দেহে তিন ভাই আটক, রিমান্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে তিন ভাইকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ভোরে হাটিকুমরুল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন— সিরাজগঞ্জ সদর উপজেলার জামুয়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে মো. সানাউল্লাহ (৪৮), লিয়াকত উল্লাহ (৩৮) এবং মো. বরকতুল্লাহ (৩০)। পুলিশ বলছে, তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির তালিকাভুক্ত সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে আটকৃতদের সকালে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে বিচারক প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আটকৃতরা বগুড়ায় ‘বোমা তৈরির সময়’ নিহত তরিকুল ইসলামের আপন তিন ভাই ও এরান্দহ গ্রাম থেকে আটক জেএমবি শাখার কথিত সভাপতি জয়নুল আবেদীনের তিন শ্যালক। এ নিয়ে একই পরিবারের শ্যালক দুলাভাই-মামা-ভাগ্নেসহ সাতজনকে আটক করা হলো। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওহেদুজ্জামান জানান, জেএমবি সদস্য এই তিন সহোদর গোপনে জঙ্গি তত্পরতার অংশ হিসেবে মঙ্গলবার ভোরে হাটিকুমরুলে অবস্থান করছিল। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে, জামুয়া গ্রামে গিয়ে জানা যায়, তিন ভাইয়ের মধ্যে বড় ভাই মো. সানাউল্লাহ ইসলামী ব্যাংক উল্লাপাড়া শাখায় অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তার ছোট লিয়াকত উল্লাহ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং বরকতুল্লাহ কৃষি কাজ করেন। আটক তিনজনের বোন জানান, তিনজনকেই বগুড়ায় বোমা বিস্ফোরণে ছোট ভাই তরিকুল মারা যাওয়ার ঘটনায় আসামি করা হয়েছিল। তাদের ছয় মাস আগে বগুড়া পুলিশ আটক করেছিল। চার মাস জেল খাটার পর দুই মাস আগে হাইকোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে আসে বাড়িতে যার যার চাকরি করত। কয়েক দিন আগে ওই মামলায় বগুড়ায় হাজিরাও দিয়েছে। এ অবস্থায় মঙ্গলবার পুলিশ তাদের ফোন দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আজ টিভিতে দেখতে পাই তাদের হাটিকুমরুল থেকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর