মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত

প্রতিদিন ডেস্ক

বাগেরহাট, দিনাজপুর, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, কুমিল্লার লাকসাম ও ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।  রবিবার দিবাগত রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর— বাগেরহাট : সদর উপজেলার সিএন্ডবি বাজারে নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে কবির মাঝি নামে এক যুবকের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও দুজন। বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামের গফ্ফার মাঝির ছেলে। দিনাজপুর : দিনাজপুর-ঢাকা মহাসড়কের ঘোড়াঘাটে ট্রাক-বাস সংঘর্ষে ট্রাকচালক ইলিয়াস নিহত হয়েছেন। তার বাড়ি ফরিদপুর জেলায়। ঝিনাইদহ : কালীগঞ্জ উপজেলার বেজপাড়ায় বাস-আলমসাধু সংঘর্ষে গতকাল মুন্না বিশ্বাস নামে এক শিশু নিহত ও আলমসাধুর চালকসহ দুজন আহত হয়েছেন। নিহত মুন্না সদর উপজেলার হাটগোপালপুর গ্রামের সাইদ বিশ্বাসের ছেলে। সিরাজগঞ্জ : জেলার রায়গঞ্জে গতকাল দুই বাসের সংঘর্ষে একটির চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের বগুড়া ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাকসাম : কুমিল্লার লাকসামে মালবাহী ট্রাকের ধাক্কায় শংকর আশ্চার্য নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবক উপজেলার কান্দিরপাড় ইউপির দুপচর গ্রামের উষা রঞ্জন আশ্চার্যের ছেলে।  ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার থানা রোডে রবিবার দিবাগত রাতে ট্রাকচাপায় ভ্যানযাত্রী গৃহবধূ বকুলী দাস নিহত হয়েছেন। বকুলী পৌর এলাকার মধ্যপাড়া হাসামদিয়া মহল্লার মাছ ব্যবসায়ী বিশ্ব দাসের স্ত্রী। এছাড়া নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সেতুভাঙ্গা বাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চাপায় মনা মিয়া (৫০) নামের এক পথচারী নিহত হয়েছে।

সর্বশেষ খবর