মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

‘মাদকের বাহক পুলিশের সোর্স’

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে সামাজিক অপরাধ বন্ধে স্থানীয় সরকারকে আইনশৃঙ্খলা বিষয়ক সভা করার তাগিদ জানানো হয়েছে। গতকাল  বেলা ১২টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ তাগিদ জানানো হয়।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আউয়াল সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতি এ আহ্বান জানান। প্রতি মাসে সভা করে ইউএনওকে প্রতিবেদন জমা দিতেও অনুরোধ জানানো হয়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল বুলবুল বলেন, টাউট প্রকৃতির এবং অপরাধপ্রবণ কিছু ব্যক্তি পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আড্ডা দেয়। তারাই একদিকে পুলিশের সোর্স এবং অন্যদিকে মাদকের বাহক হিসেবে কাজ করে। এদের চিহ্নিত করে জনস্বার্থে শ্রীপুর থানা পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানান এই জনপ্রতিনিধি। তবে শ্রীপুর থানার ভিতরে কোনো টাউট বা অপরাধ প্রবণ ব্যক্তির আড্ডা নেই বলে দাবি করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। ওসি বলেন, কোনো পুলিশ অফিসারের সঙ্গে ওইসব ব্যক্তির আড্ডা না দেওয়ার ব্যাপারে তিনি গুরুত্ব দেবেন। ওসি বলেন, তৃণমূল পর্যায়ে বিভিন্ন সভার সঙ্গে প্রতি মাসে একটি করে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বিভিন্ন কমিউনিটির লোকজনের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এতে সমাজের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা অপরাধ বেরিয়ে আসবে। ফলে এসব বিষয়ে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ প্রবণতা কমে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল আউয়ালের সভাপতিত্বে সভায় শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন মিঞা, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটর সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এম রুহুল আমীন, উপজেলার বিভিন্ন অধিদফতরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর