মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মগড়া বাঁচাতে সবাই ঐক্যবদ্ধ

নেত্রকোনা প্রতিনিধি

মগড়া বাঁচাতে সবাই ঐক্যবদ্ধ

মগড়া নদীতে নৌকা র‌্যালি

মগড়া নদীর দখল দূষণ প্রতিরোধে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ঐতিহ্যবাহী মগড়া নদীতে ব্যতিক্রমী মগড়া উৎসব পালিত হয়েছে। রবিবার দিনব্যাপী নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলন এ উৎসবের আয়োজন করে। এ আয়োজনে পরিবেশ বাঁচাওসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতি সংগঠন একাত্মতা প্রকাশ করে। রবিবার দুপুরে পূর্ব মালনী কবিতা কুঞ্জ থেকে শহরের ভিতর দিয়ে প্রবাহিত নদীতে একটি বর্ণাঢ্য নৌ শোভাযাত্রা বের হয়। নৌ শোভাযাত্রাটি শহরের ভিতরে প্রবাহিত পুরো নদী প্রদক্ষিণ করে মোক্তার পাড়া মিতালী সংঘে গিয়ে শেষ হয়। এ উৎসবে শহরের বিভিন্ন সামজিক সাংস্কৃতিক সংগঠন ছাড়াও ডাক্তার আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন। এর আগে মোবাইলে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। এ সময় মগড়া নদীকে বাঁচাতে নদী খনন, বর্জ্য ফেলা বন্ধ করা, শহরের ঘাট ও পাড় সংরক্ষণসহ উভয় পাড়ে ফুটওয়ে নির্মাণের জোর দাবি জানানো হয়। নাগরিক আন্দোলনের সভাপতি খানে আলম জানান, পৌর শহরের এই নদীকে ঘিরেই এক সময় এ জেলায় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে। সেই সঙ্গে সভ্যতা গড়ে উঠে পূর্ব নাম কালিগঞ্জ শহরের। অবৈধ দখলদারদের কবলে পড়ে নদীটি মরে গেছে। দূষণে দূষণে পরিবেশ বিপর্যয় ঘটছে। জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান জানিয়েছেন, সম্প্রতি জেলা উন্নয়ন সমন্বয় কমিটি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটিতে অবৈধ দখলদারদের বিষয়ে আলোচনা হয়েছে। এরই মধ্যে প্রায় ৪৭টি অবৈধ দখলদার উচ্ছেদ করতে মামলা করেছি। নদীর দুপাড়ের বসতি এলাকা থেকে ময়লা আবর্জনা নদীতে পড়ায় উন্নয়ন সভায় সিদ্ধান্ত নিয়ে পৌরমেয়রকে তালিকা করতে বলা হয়েছে। ময়লা আবর্জনা যাতে নদীতে না পড়ে নদীর পানি দূষণসহ জীববৈচিত্র্য নষ্ট করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা মেয়রকে অনুরোধ জানিয়েছি।

সর্বশেষ খবর