মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের ভুল চিকিৎসায় রহিমা খাতুন (২৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রহিমা খাতুন একই উপজেলার নতুন বাস্তুপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। রবিবার রাতে তিনি মারা যান। ওইদিনই বিকালে ‘দামুড়হুদা প্রাইভেট হাসপাতাল’ নামের বেসরকারি ক্লিনিকে তার অপারেশন করা হয়। নিহতের বাবা মোহাম্মদ আলী জানান, তার মেয়ের পিত্তথলির পাথর অপারেশনের জন্য রবিবার বিকালে ‘দামুড়হুদা প্রাইভেট হাসপাতালে’ ভর্তি করা হয়। অপারেশনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন না করেই ক্লিনিকের মালিক জাহাঙ্গীর হোসেন দর্শনা থেকে ডা. তরিকুল ইসলামকে নিয়ে এসে রহিমার অপারেশন করেন। ঘণ্টাখানেক পর রহিমার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে দর্শনা মডার্ন ক্লিনিকে ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার রহিমার মৃত্যু হয়। এদিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর খবরে এলাকাবাসী প্রতিবাদমুখর হলে ‘দামুড়হুদা প্রাইভেট হাসপাতাল’ কর্তৃপক্ষ ক্লিনিক তালাবদ্ধ করে সটকে পড়ে। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু বলেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় এবং সঠিক পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অপারেশন করার কারণে ওই ক্লিনিকে একাধিক রোগী মারা যাওয়ার খবর রয়েছে। এ ব্যাপারে দামুড়হুদা প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করতে গেলে হাসপাতালের প্রধান দরজায় তালা বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ খবর