মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে ২৩ নম্বর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামিমা আক্তারের বিরুদ্ধে পরিচালনা কমিটির সভাপতির স্বাক্ষর জাল, অর্থ আত্মসাৎ, উপবৃক্তি বিতরণে অনিয়মসহ নানা দুর্নীতির অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়েছেন অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ ব্যাপারে স্কুলের সভাপতি আ. মোতালিবসহ ৯ সদস্য মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও ইউএনও বরাবর অভিযোগ দিয়েছেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবদুল্লাহ আল মামুন অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে ওই শিক্ষিকাকে বদলিসহ দ্রুত বিভাগীয় শাস্তির ব্যবস্থা নিতে জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন চানালে রহস্যজনক কারণে দীর্ঘ এক মাসে এর কোনো প্রতিকার হয়নি। জেলা প্রথমিক শিক্ষা কর্মর্কতা জানান, বিষয়টি আরও তদন্ত করা হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা আসাদুজ্জামান জানান, ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া দুঃখজনক। উপজেলা চেয়ারম্যান সেলিনা সারোয়ার এ ঘটনার নিন্দা জানিয়ে বিচার দাবি করেন।

সর্বশেষ খবর