মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

নালিতাবাড়ীতে বজ্রপাতে জেলের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় রবিবার বজ্রপাতে মাসুম মিয়া (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত মাসুম একই উপজেলার রুপনারায়নকুড়া ইউপির বাগিচাপুর গ্রামের সামসুদ্দিনের ছেলে। এলাকাবাসী জানায়, মাসুম মিয়া রবিবার বিকালে বৃষ্টির মধ্যে বাগিচাপুর বিলে জাল দিয়ে মাছ শিকার করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  —নালিতাবাড়ী প্রতিনিধি

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কৃষকের

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের পাঁচকুঠি গ্রামে গতকাল সকালে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ইয়াছিন মীর (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সে একই গ্রামের রফিকুল মীরের ছেলে। স্থানীয়রা জানায়, জমির মালিক ইঁদুর ধরার জন্য খেতে বিদ্যুতের ফাঁদ পাতেন। গতকাল সকালে ইয়াছিন খেতে যাবার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

—রাজবাড়ী প্রতিনিধি

মেহেরপুর পৌর নির্বাচন দাবি

মেহেরপুর পৌর নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি প্রদান করেছে পৌর বিএনপি। সোমবার মেহেরপুর-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে। র্যালিতে অন্যদের মধ্যে আবদুর রহমান, জাহাঙ্গীর বিশ্বাস, এমএকে খাইরুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন। —মেহেরপুর প্রতিনিধি

স্মরণসভা

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নোয়াখালী জেলা শাখার সদস্য ও হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন বিএনপির সভাপতি অকাল প্রয়াত অ্যাডভোকেট আবদুল মান্নানের স্মরণে শোকসভা করেছে সংগঠনের নোয়াখালী জেলা শাখা। সোমবার বিকালে আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত শোকসভায় অ্যাডভোকেট আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। —নোয়াখালী প্রতিনিধি

শ্রমিক বিক্ষোভ

গাজীপুরের টঙ্গী দত্তপাড়া বনমালা রেলগেট এলাকায় দিহান অ্যাপারেলস কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখে। ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যায়। খবর পেয়ে টঙ্গী থানার এসআই বেলাল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

—টঙ্গী প্রতিনিধি

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসাড়া, বাড়ইপাড়া, হাবিবপুর তিন গ্রামে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। এ সময় এক হাজার লাইন বিচ্ছিন্ন এবং এক হাজার ২০০ ফুট পাইপ জব্দ করা হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন। অবৈধ গ্যাস সংযোগ গ্রহণকারী, এতে সহায়তাকারী, পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

—কালিয়াকৈর প্রতিনিধি 

কর্মশালা

গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন প্রতিবন্ধী একীভূতকরণবিষয়ক কর্মশালা গতকাল টঙ্গী জোন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো)-এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় বার্ডোর নির্বাহী পরিচালক সাইদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম রাহাতুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজ সেবা কর্মকর্তা এএফ আমান উল্লাহ, মহিলা কাউন্সিলর রিনা, বস্তি উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল ইসলাম, বার্ডোর কামরুন্নাহার মিরা ও আ. জলিল প্রমুখ।

—টঙ্গী প্রতিনিধি

ওলামা লীগের সভা

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় আলেম-ওলামাদের করণীয় শীর্ষক আলোচনা সভা গতকাল সকালে রূপগঞ্জ সীমান্তবর্তী ডেমরার সারুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে। ডেমরা থানা ওলামা লীগ সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওলামা লীগের সভাপতি আল্লামা ইলিয়াছ হোসাইন বিন হেলালী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি সালমান, মুফতি ফরিদ উদ্দিন, মাওলনা আজিজ খান, মাওলানা হোসাইন প্রমুখ।

—রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর