মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মুন্সিগঞ্জের সংঘর্ষে যুবক নিহত

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে টঙ্গীবাড়িতে মন্দিরের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রপের সংঘর্ষে এক যুবক নিহত ও ৫ জন আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গিবাড়ি উপজেলার পুড়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ফয়সল (২১)। তিনি সদর উপজেলার নোয়দ্দা-ঢালীকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে অবস্থা আশংকাজনক তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন, আকাশ (২২), শাহিনুর (২৫) ও মাসুম (১৭)।  বাকিদের টঙ্গিবাড়ি ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও এলাকাবাসি জানায়, যশলং এলাকার একটি মেয়েকে ফয়সল এবং মিরাজ নামের দুইটি ছেলেই পছন্দ করতো। এ ঘটনার জেরে সোমবার সন্ধ্যার পর পুড়াবাজার এলাকায় পূজামন্ডপের সামনে ফয়সলকে পেয়ে মিরাজ ধারালো ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় ফয়সল ও সিরাজের লোকজনের মধ্যে সংঘর্ষ উভয়পড়্গের অন্তত ৫ জন আহত হয়েছেন। টঙ্গিবাড়ি থানার ওসি আলমগীর হোসেন জানান, মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে টঙ্গিবাড়ির নয়াদিঘিরপাড় এলাকার সিরাজের ছেলে মিরাজ সদর থানার নোয়াদ্দা গ্রামের ফয়সলকে কুপিয়ে হত্যা করে। এলাকাবাসী সিরাজকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। তাকে চিকিৎসার জন্য তাকে টঙ্গিবাড়ি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর