মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কলেজছাত্রীর ওপর হামলার ঘটনায় এবার ট্রাইব্যুনালে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে কলেজছাত্রীর ওপর হামলার ঘটনায় এবার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সদর থানার মামলায় অসন্তুষ্টি প্রকাশ করে গতকাল ভিকটিম বাদী হয়ে বিএমএ জেলা সভাপতি ডাক্তার আশফাকুর রহমানকে প্রধান আসামি করে এ মামলা করেন। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও তিনজনকে। বিচারক ড. এ কে এম আবুল কাশেম মামলা আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনকে ঘটনা তদন্তের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, চাকরি সুবাধে ওই কলেজ ছাত্রীকে ডাক্তার আশফাকুর রহমান মামুন পরিচালিত লক্ষ্মীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে যোগদান করতে হয়। যোগদানের পর তার (মামুনের) চেয়ার টেবিলে অফিস করার জন্য বলে। একপর্যায়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেন মামুন। রাজি না হলে বিয়ের প্রস্তাব দেন। এতেও অস্বীকৃতি জানালে চাকরি করতে না দেওয়ার হুমকি দেয়। পরে বিয়ের আশ্বাসে ঢাকায় একটি হোটেলে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করেন মামুন। পরে গত বছরের ২৬ ফেব্রুয়ারি নিয়ে যান সিলেটে। সেখানে তাকে ধর্ষণ করা হয়।

সর্বশেষ খবর