Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
আপলোড : ১৩ অক্টোবর, ২০১৬ ২৩:১৪

মাগুরা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মাগুরা প্রতিনিধি

মাগুরা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্মেলনের প্রায় দেড় বছর পর মাগুরা জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল কেন্দ্র ঘোষিত এ কমিটি মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদকের কাছে এসে পৌঁছেছে বলে জেলার সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু জানান। দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আলহাজ তানজেল হোসেন খানকে সভাপতি ও পঙ্কজ কুমার কুণ্ডুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া অ্যাড. বীরেন শিকদার এমপিকে ১ নম্বর, মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহাব এমপিকে ২ নম্বর ও অ্যাড. সাইফুজ্জামান শিখরকে ৩ নম্বর কার্যনির্বাহী সদস্য করে ৩৪ জন নির্বাহী সদস্য কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি কামরুল লায়লা জলি এমপিকে প্রধান করে ২১ সদস্যের উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করা হয়েছে। 

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ মাগুরা জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রায় দেড় বছর পর এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হলো।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর