শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

স্টিল মিলে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জে ‘নিউ ঢাকা মোল্ডিং’ নামের একটি কারখানায় লোহা গলানোর ভাটি থেকে গলিত লোহা ছিটকে চার শ্রমিক দগ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল সকালে ৮টার দিকে ঘটনাটি ঘটে। বার্ন ইউনিটে ভর্তি শ্রমিকের নাম ফজলুল হক। এছাড়া শ্রমিক আবদুল খালেক (৬৫), মনির হোসন (৪৫) এবং নয়নকে (২৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ‘নিউ ঢাকা মোল্ডিং’ মিলের সুপারভাইজার শাহআলম জানান, কারখানায় সকালে লোহা গলানোর যন্ত্র যেটিকে ভাটি বলা হয় সেটাতে উপর থেকে ৪-৫ কেজি ওজনের একটি লোহা নিক্ষেপ করা হলে ভাটি থেকে গলিত লোহা ছিটকে নিচে দিয়ে হেঁটে যাওয়া ৪ শ্রমিকের গায়ে পড়ে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হলে ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শুধুমাত্র ফজলুল হককে ভর্তি রাখা হয়েছে। তিনি আরও জানান, অসতর্কতাবশত গলিত লোহা ছিটকেই শ্রমিকরা দগ্ধ হয়েছে। ভাটি বা বয়লার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিদর্শক মো. তানভীর আলম জানান, কোনো ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেনি। গলিত লোহা ছিটকে শ্রমিকদের গায়ে পড়ে দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।  

সর্বশেষ খবর