শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নিষিদ্ধ ওষুধের ছড়াছড়ি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ফার্মেসিগুলোতে নিষিদ্ধ ওষুধে সয়লাব। বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক সারা দেশে প্যারাসিটামল, পায়োগ্লিটাজল গ্রুপের ৫১টি ওষুধ উৎপাদন, ক্রয়-বিক্রয়, বিতরণ, মজুদ ও প্রদর্শন নিষিদ্ধ ঘোষণার পরও রায়পুর উপজেলার ফার্মেসিগুলোতে পাওয়া যাচ্ছে। পৌর শহরসহ গ্রাম-গঞ্জের অধিকাংশ ফার্মেসিতে এসব ওষুধ বিক্রি হচ্ছে দেদারছে। সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতা এবং অধিকাংশ ক্রেতা বিষয়টি না জানায় ফার্মেসী মালিকেরা নিষিদ্ধঘোষিত ওষুধ বিক্রি করছে। গত কয়েকদিনে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। ওষুধ নিয়ন্ত্রণ কমিটির ২৪৪তম সভায় এসব ওষুধের রেজিস্ট্রেশন বাতিল করা হয়। এ বিষয়ে লক্ষ্মীপুর সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ বলেন, ‘এগুলো দেখার দায়িত্ব ড্রাগ-সুপারের। তবে ক্লিনিক ও চিকিৎসকরা যেন এ ধরনের ওষুধ বিক্রি না করেন সে বিষয়ে আমরা খেয়াল রাখছি।’ লক্ষ্মীপুর জেলা ড্রাগ সুপার তানভীর আহম্মদ জানান, ‘গত কয়েকদিনে নিষিদ্ধ ওষুধ মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকটি দোকানে জরিমানা আদায় করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর