শিরোনাম
শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
বাল্যবিয়েতে সহযোগিতা

ইউপি সদস্যের কারাদণ্ড

দিনাজপুর প্রতিনিধি

বাল্যবিয়ে সহযোগিতা করার অপরাধে দিনাজপুরের খানসামা উপজেলায় আফজাল হোসেন নামে এক ইউপি সদস্যকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেবুর রহমান এই রায় দেন। দন্ডপ্রাপ্ত আফজাল বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গ্রামের সেল চন্দ  রায়ের নবম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে বীরগঞ্জের সেন গ্রামের পরেশ চন্দ  রায়ের ছেলে চন্দ  রায়ের (১৯) গোপনে বিবাহ দেওয়ার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ইউপি সদস্য আফজাল হোসেনকে বিয়ে সহযোগিতা করার অভিযোগে ওই বাড়ি থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাকে ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর