শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

এক পলক

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে বিশু মিয়া (২৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে পৌরসদরের গ্যাসলাইন মোড়ে। নিহত বিশু শেরপুর সদর উপজেলার রসুলপুর গ্রামের মুঞ্জুরুল আলমের ছেলে।

জানা যায়, বিশু মিয়া ৩৩ কেবি লাইনে সার্টডাউন দিয়ে লাইন সম্প্রসারণের কাজ করছিল। এ সময় হঠাৎ করে লাইনে বিদ্যুৎ চলে আসে। এতে তিনি দগ্ধ হন। দমকল বাহিনীর কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

—ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

নেশার টাকা না পেয়ে মাকে মারধর

গাজীপুরের টঙ্গী পূর্ব আরিচপুরে বৃহস্পতিবার রাতে নেশার টাকা না পেয়ে মা নাজমা বেগমকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নাজমা গতকাল বিকালে বখাটে ছেলে জামিরের বিরুদ্ধে টঙ্গী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এএসআই অজিত্কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। টঙ্গী থানার ডিউটি অফিসার এএসআই সামছুল হক অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।—টঙ্গী প্রতিনিধি

উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠান

গতকাল বিকালে রূপগঞ্জ সীমান্তবর্তী ডেমরার কোনাপাড়ায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মাতুয়াইল শাখার উদ্যোগে সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। হাফিজুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। উপস্থিত ছিলেন মাতুয়াইল ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন মিয়া, মসিউর রহমান মোল্লা সজল, বিমল বিশ্বাস, ফায়জুল হক খান প্রমুখ।

—রূপগঞ্জ প্রতিনিধি

মা ইলিশ ধরায় দুই জেলের কারাদণ্ড

মত্স্য আইন অমান্য করে ঝালকাঠির নলছিটি সুগন্ধা নদীতে মা ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. কামরুল হুদা গতকাল দুপুরে এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— বরিশাল রূপাতলী এলাকার কাজল আলীর ছেলে সবুজ ও সাত্তার মোল্লার ছেলে রাজ্জাক। এ ছাড়া সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকা মূল্যের ৪ হাজার ১০০ মিটার অবৈধ কারেন্ট জালও জব্দ করা হয়। —ঝালকাঠি প্রতিনিধি

ইবিতে সৌন্দর্যবর্ধক ফুলের চারা রোপণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সৌন্দর্যবর্ধক ফুলের চারা রোপণ অভিযান গতকাল শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ভিসি প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রুহুল কেএম সালেহ, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর বহমান, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপন, সাহকারী প্রক্টর রুহুল আমিন, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। —ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

আলোচনাসভা

গতকাল বিকালে  রূপগঞ্জ সীমান্তবর্তী ডেমরার সারুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনাসভা ইসলামবাগে অনুষ্ঠিত হয়েছে। ইসলামবাগ উন্নয়ন কমিটির সভাপতি সার্জেন্ট আবু সাউদের (অব:) সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মাসুদ। উপস্থিত ছিলেন  ইসলামবাগ উন্নয়ন কমিটির সহ-সভাপতি হাজী আকতার হোসেন, উপদেষ্টা হাজী মো. ইব্রাহিম, মোখলেছুর রহমান, আতাউর রহমান পিনু, সাইফ ইকবাল, আকবর হোসেনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

—রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর