রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

উপজেলা চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর, লুটপাট

ফরিদপুর প্রতিনিধি

ইউপি নির্বাচনের জেরে ফরিদপুরের সালথা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়ার বাড়ি ভাঙচুর করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বেলা ১২টায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, সম্প্রতি শেষ হওয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে তার ভাইয়ের স্ত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ফকির মিয়া জয়ী হবার পর থেকেই একাধিক বার তার বাড়িতে হামলা চালায়। বাড়ি ভাঙচুর ও লুটপাটসহ পারিবারিক কবরস্থানও ভাঙচুর করে। গতকাল ফকির মিয়ার নির্দেশে যুবলীগ নেতা বাদলের নেতৃত্বে কয়েকশ ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। হামলার এক পর্যায়ে বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। তিনি আরও জানান, তার ভাই আনোয়ার হোসেন সালথা বাজারে গেলে ফকির মিয়ার সমর্থকেরা তার উপর হামলা চালায়। দৌড়ে প্রাণ রক্ষা করে আনোয়ার। এদিকে, বাড়ি ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, একই গ্রুপ আরেক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এনায়েত হোসেনের বাড়িতেও হামলা চালায়। এনায়েত হোসেন জানান, বাড়ি ভাঙচুরের পাশাপাশি মালামাল লুট করা হয়। এছাড়া সালথা বাজারে অবস্থিত এনায়েত হোসেন একটি মার্কেটের কয়েকটি দোকান ভেঙে দেওয়া হয়। বাড়ি, মার্কেট ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সর্বশেষ খবর