রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

হত্যার আলামত নষ্ট করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

দিনাজপুর প্রতিনিধি

পুলিশের বিরুদ্ধে হত্যা মামলার আসামিদের রক্ষার চেষ্টা ও আলামত নষ্টের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে অসহায় পরিবার। বাদীকে পুলিশ প্রভাবিত করে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়েরে বাধ্য করছেন বলেও দাবি করা হয়। দিনাজপুর প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নিহতের ছেলে মামলার বাদী মশিউর রহমান ও মেয়ে জেসমিন সুলতানা। জমি নিয়ে বিরোধের কারণে গত বছরের ৫ আগস্ট দিনাজপুরের বিরামপুরে হত্যা করা হয় জসিম উদ্দীনকে। হত্যার এক বছর পার হলেও এখনো গ্রেফতার হয়নি কোনো আসামি। নিহতের ছেলে মশিউর ও আনোয়ারুল জানান, ঘটনার কিছুদিন পর বিরামপুর থানায় অতিরিক্ত পুলিশ সুপার পরিদর্শনে গেলে মামলার অগ্রগতি নিয়ে তৎকালীন ওসি আমিরুজ্জামান ও এসআই গোলাম রব্বানীর সঙ্গে আলাপ হয়। তারা এএসপিকে জানান শাহিন, মানিক, রিয়াজুল ও রাসেল জসিম উদ্দীন হত্যায় জড়িত। আরও জানান, এ ব্যাপরে তদন্ত চলছে, দ্রুত তাদের গ্রেফতার করা হবে। উল্টো আসামিরা আমাদের হত্যার হুমকি দিচ্ছে। হুমকির বিষয়টিও পুলিশকে জানিয়েছে। কিন্তু কোনো সহযোগিতা পাইনি। উল্লেখ্য, ২০১৫ সালের ৫ আগস্ট বিরামপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে কৃঞ্চচাঁদপুরে শাখা যমুনা নদীর দক্ষিণ তীরে জসিম উদ্দীনকে হত্যা করা হয়। পরদিন এ ঘটনায় মামলা করা হয় বিরামপুর থানায়।

সর্বশেষ খবর