শিরোনাম
রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

মুন্সীগঞ্জের জেলেরা চাল পাননি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

গত বুধবার থেকে টানা ২২ দিন দেশের নদ-নদীতে ইলিশ ধরা নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়কালে ২০টি জেলার জেলেদের জন্য চাল বরাদ্দ দেওয়া হলেও মুন্সীগঞ্জের জেলেরা চাল পাননি। সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু জানান, ইলিশ প্রজনন মৌসুমে মা ইলিশ শিকার নিষেধাজ্ঞা থাকার কার্যক্রম এবার কেবল প্রচার-প্রচারণা, বৈঠক ও নদীতে অভিযান পরিচালনা করার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। পার্শ্ববর্তী চাঁদপুর, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় জেলেদের মধ্যে ৪০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। অথচ নদীবেষ্টিত মুন্সীগঞ্জের জেলেদের জন্য কোনো বরাদ্দ নেই।  সূত্র মতে, পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি বিধৌত জেলা মুন্সীগঞ্জের প্রায় ১ হাজার জেলে রয়েছেন।

সর্বশেষ খবর