রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

৩৬ ঘণ্টা পর ছিনতাইয়ের ১৫ লাখ টাকা ফেরত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গরু ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই করা ১৫ লাখ টাকা ৩৬ ঘণ্টা পর ফেরত দিয়েছে ছিনতাইকারীরা। পুনরায় এরকম অপরাধ না করার শর্তে সামাজিকভাবে বিচার করে ছেড়ে দেওয়া হয়েছে অভিযুক্তদের। জানা যায়, গত বৃহস্পতিবার সকালে সন্তোষপুর-নাগেশ্বরী সড়কে গরু ব্যবসায়ী নুর আমিনকে আটকিয়ে হেলমেট দিয়ে পিটিয়ে ১৪ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করে তিন যুবক। পরে পৌরসভার পুরাতন বাজার এলাকার কাজী রেস্ট হাউজে বসে ওই টাকা ভাগাভাগি করে নেয় পৌরসভার হাজীপাড়ার আহসানুল হক রিটুর ছেলে রাকিবুল হাসান রকি, শাহ আলম মিয়ার ছেলে মোজাফ্ফর হোসেন, রংপুর হনুমানতলার সোলায়মান আলীর ছেলে শাহী মোরশেদ ডন এবং রেস্টহাউজ মালিক কাজী রিয়াজুল ইসলামের ছেলে মাইদুল ইসলাম। বিষয়টি এলাকায় আলোচিত হলে টাকা উদ্ধারে ব্যবসায়ীদের একটি গ্রুপ তত্পরতা চালায়। রকির বাবাসহ অন্য ছিনতাইকারীর অভিভাবকদের ডেকে তাদের সন্তানদের হাজির করতে বলা হয়। বৃহস্পতিবার রাতেই অভিভাবক ও অভিযুক্তদের নিয়ে বৈঠক বসে। তারা ছিনতাইয়ের কথা স্বীকার করে ১০ লাখ টাকা ফেরত দেয়। বাকি টাকা উদ্ধারে শুক্রবার রাতে আবারও বৈঠক বসলে ছিনতাইকারীরা ফেরত দেয় সব টাকা। আর এ রকম অপরাধ না করার শর্তে ছিনতাইকারীদের ছেড়ে দেওয়া হয়। নাগেশ্বরী থানার ওসি আফজালুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। কেউ আমাদের কাছে অভিযোগ নিয়ে আসেনি।

সর্বশেষ খবর