রবিবার, ১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
ভূমি কমিশন আইন বাতিল দাবি

পার্বত্য তিন জেলায় আজকের হরতাল স্থগিত পালিত হবে বুধবার

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন বাতিলের দাবিতে তিন পার্বত্য জেলায় বাঙালিদের পাঁচ সংগঠনের ডাকা আজকের হরতাল স্থগিত করা হয়েছে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় নেতা শাহাদাৎ ফরাজি সাকিব গতকাল সকালে বিষয়টি নিশ্চিত করেন। তবে আগামী বুধবার একই দাবিতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষাণা দিয়েছেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলকাছ আল মামুন ভূঁইয়া। যৌথ বিবৃতিতে বলা হয়, বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎসবের কারণে আজকের হরতাল তারিখ পরিবর্তন করে বুধবার পালন করা হবে। হরতাল কর্মসূচির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন বাতিল ও খাগড়াছড়ি আলুটিলা বিশেষ পর্যটনজোন প্রকল্প বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদসহ বাঙালি নেতা আতিকের মুক্তির দাবি জানানো হয়। হরতালের সমর্থন দিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য সম-অধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ ও পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

সর্বশেষ খবর