সোমবার, ২৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

শিক্ষক-শিশুসহ পাঁচজন নিহত

প্রতিদিন ডেস্ক

শিক্ষক-শিশুসহ পাঁচজন নিহত

নওগাঁর দুই মোটরসাইকেলের স্কুলশিক্ষক এবং চাঁদপুরে অটোরিকশাচাপায় এক শিশু নিহত হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনজন। প্রতিনিধিদের পাঠানো খবর— নওগাঁ : সাপাহার-পোরশা সড়কের তাজপুর তলাপাড়া ব্রিজের কাছে দুই মোটরসাইকেলের সংঘর্ষে একটির চালক সাইদুল ইসলাম নিহত হয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। সাইদুল তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গ্রামের বাড়ি পত্নীতলা উপজেলার করমজাই গ্রামে। এ সময় আহত হয়েছেন অপর মোটরসাইকেল চালক সুজন ও যাত্রী মিতা। গুরুতর অবস্থায় তাদের রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। চাঁদপুর : চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে অটোরিকশাচাপায় শিশু আকলিমা আক্তার নিহত হয়। নানা বাড়ি যাওয়ার পথে শনিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ : উল্লাপাড়ার পূর্বদেলুয়ায় গতকাল দুপুরে ট্রাকচাপায় ইসমাইল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ইসমাইল কামারখন্দ উপজেলার নান্দিনা কামালিয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে। এদিকে এনায়েতপুরে ট্রাকের ধাক্কায় মারা গেছেন অসিত পোদ্দার নামে এক। অসিতের বাড়ি বেলকুচি উপজেলার গাবগাছী গ্রামে। বাবার নাম নগেন পোদ্দার। ঝিনাইদহ : শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামে গতকাল মোটরসাইকেলের ধাক্কায় দুলাল শাহ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ভ্যানযোগে দুলাল শৈলকুপা থেকে গাড়াগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে একটি মোটরসাইকেল ভ্যানের পেছন থেকে ধাক্কা দেয়। এছাড়া বরিশালের কীর্তনখোলা নদী তীর সংলগ্ন বহুমুখী সিটি মার্কেটের সামনে ট্রাকের ধাক্কায় পাঁচ পথচারী আহত হয়েছেন। তাদের শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

সর্বশেষ খবর